কিতাব বিভাগ

কিতাব বিভাগ

কিতাব বিভাগ মূলত সেই শিক্ষার্থীদের জন্য, যারা ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে চায়। ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জনে যে সকল দক্ষতা ও

যোগ্যতার প্রয়োজন, সেসকল বিষয়ে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলাই এই বিভাগের শিক্ষা কার্যক্রমের মূল লক্ষ্য।

সাধারণত, হিফজ বিভাগের শিক্ষা কার্যক্রম সমাপ্ত করে হাফেযে কোরআন শিক্ষার্থীরা এই বিভাগে ভর্তি হয়ে থাকে। তবে নূরানী বিভাগ থেকে এমন শিক্ষার্থীরাও এই বিভাগে আসে, যাদের হিফজ সম্পন্ন করার মতো মেধা নেই অথবা বয়স ১২-১৩ বছরের বেশি হয়ে গেছে। এছাড়া, স্কুল থেকে আসা সেসকল শিক্ষার্থীরাও কিতাব বিভাগে ভর্তি হতে পারে, যারা স্কুলে তৃতীয় শ্রেণি বা তার উপরের শ্রেণিতে পড়ে এসেছে এবং যাদের কোরআন তিলাওয়াত শুদ্ধ।

সাধারণত, চতুর্থ শ্রেণি থেকে কিতাব বিভাগের পড়াশোনা শুরু হয়। তবে অনেক মাদরাসায় পঞ্চম শ্রেণিকে কিতাব বিভাগের প্রথম শ্রেণি হিসেবে গণ্য করা হয়। কিতাব বিভাগে প্রতিটি শ্রেণিকে সেই শ্রেণির সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাবের নামে নামকরণ করা হয়। সেই অনুযায়ী, কিতাব বিভাগের শ্রেণিবিন্যাস হলো—

  • তাইসীর জামাত (পঞ্চম শ্রেণি)
  • মিজান জামাত
  • নাহবেমীর জামাত
  • হিদায়াতুন্নাহু জামাত
  • কাফিয়া জামাত
  • শরহে জামী জামাত
  • শরহে বেকায়া জামাত
  • জালালাইন জামাত
  • মিশকাত জামাত
  • দাওরায়ে হাদীস (তাকমীল জামাত)

 

 

সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া বাংলাদেশের প্রায় সকল কওমী মাদরাসায় এই শ্রেণিবিন্যাস অনুসরণ করা হয়। তবে কিছু প্রতিষ্ঠানে দুয়েকটি শ্রেণি কম বা বেশি থাকতে পারে। বিশেষত, মহিলা মাদরাসায় কিতাব বিভাগের শ্রেণিসংখ্যা সাধারণত ছেলে মাদরাসার তুলনায় কম হয়।

মহিলা মাদরাসার কিতাব বিভাগের শ্রেণি ও সিলেবাস সম্পর্কে জানতে নিচের লেখাটি পড়ুন।

কিতাব বিভাগের পাঠ্যসূচি ও গুরুত্ব

কিতাব বিভাগে পড়ার মূল লক্ষ্য ইলমে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা। যেহেতু ইসলামী জ্ঞানের প্রধান উৎস কুরআন ও হাদীস আরবি ভাষায়, তাই এই বিভাগের প্রথম দিকের জামাতগুলোতে আরবি ভাষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, মাতৃভাষা হিসেবে বাংলা, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি এবং উপমহাদেশের উলামায়ে কেরামের রচিত কিতাব বুঝতে উর্দু ও ফার্সি ভাষাও শেখানো হয়।

কিতাব বিভাগের শুরুর জামাতগুলোতে আরও শেখানো হয়:
✔ মাসআলা-মাসায়েল
✔ ইসলামের ইতিহাস
✔ যুক্তিবিদ্যা
✔ বালাগাত (আরবি অলঙ্কারশাস্ত্র)
✔ আকাইদ (ঈমান তথা বিশ্বাসের সাথে সম্পর্কিত বিষয়সমূহ)

এরপর উচ্চস্তরে শুরু হয় ইলমে দ্বীনের গভীরতর অধ্যয়ন। শিক্ষার্থীরা শিখতে শুরু করে—
✔ কুরআন-হাদীস থেকে মাসআলা বের করার পদ্ধতি
✔ বিভিন্ন মাসআলায় ইমামগণের দৃষ্টিভঙ্গি ও তাদের দলিল
✔ ফিকহি মাসআলার বিচার-বিশ্লেষণ
✔ ইসলামি উত্তরাধিকার (মীরাস)
✔ তাফসীর ও উসূলে তাফসীর
✔ উসূলে হাদীস প্রভৃতি বিষয়। 

দাওরায়ে হাদীস

শিক্ষার্থীরা এই জামাতে হাদীসের বিখ্যাত কিতাবগুলো পাঠ করে এবং শ্রবণ করে। দীর্ঘ বছর ধরে অর্জিত জ্ঞান ও দক্ষতার চূড়ান্ত প্রয়োগ হয় এই পর্যায়ে। হাদীসের ব্যাখ্যা, মাসআলা নির্ধারণ এবং ইমামদের দৃষ্টিভঙ্গি অনুধাবনের মাধ্যমে তারা ইলমে দ্বীনের গভীরে প্রবেশ করে। হাদীস পাঠ ও শ্রবণেই কেটে যায় তাদের কিতাব বিভাগের সর্বশেষ বছর।

 

আমাদের মাদরাসায় কিতাব বিভাগ

আমাদের মাদরাসায়ও কিতাব বিভাগ চালু রয়েছে, যা চতুর্থ শ্রেণি থেকে শরহে বেকায়া পর্যন্ত বিস্তৃত। আমাদের লক্ষ্য ধাপে ধাপে এই বিভাগকে দাওরায়ে হাদীস পর্যন্ত নিয়ে যাওয়া।

আমাদের কিতাব বিভাগের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী ও প্রয়োজনীয়—

সহজবোধ্য পাঠদান: পড়া শুধু মুখস্থ করানো হয় না, বরং শিক্ষার্থীদের বুঝিয়ে শেখানো হয়।
উস্তাদদের সহযোগিতা: ক্লাসের বাইরে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে শিক্ষার্থীরা উস্তাদদের সহযোগিতা নিতে পারে।
তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান: শিক্ষার্থীদের শুধু কিতাবের জ্ঞানই দেওয়া হয় না, বরং তা বাস্তবে প্রয়োগের দক্ষতাও শেখানো হয়।
ব্যক্তিগত অধ্যয়ন ও গবেষণার সুযোগ: শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা হয় যেন তারা উস্তাদদের ওপর নির্ভরশীল না থেকে নিজেরাই গবেষণা করতে পারে।
উচ্চশিক্ষার সুযোগ: এখানের পড়া শেষে শিক্ষার্থীরা যেন ভালো প্রতিষ্ঠানে যেতে পারে, তার ব্যবস্থা করা হয়। মেধা ও আগ্রহ থাকলে সরকারি স্বীকৃত আলিয়া মাদরাসার পাঠক্রম অনুযায়ী পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হয়।
নৈতিক ও আত্মিক উন্নয়ন: শুধু একাডেমিক জ্ঞানই নয়, বরং শিক্ষার্থীদের চরিত্র ও আত্মিক উন্নয়নেও বিশেষ নজর দেওয়া হয়।

উপসংহার

আমাদের কিতাব বিভাগ কেবল প্রথাগত পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের বাস্তবজীবনে ইসলামি জ্ঞান প্রয়োগের উপযোগী করে গড়ে তুলতে সচেষ্ট। আমরা বিশ্বাস করি, এই বিভাগ থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা আলেম, গবেষক ও সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে, ইনশাআল্লাহ।

আমাদের মাদরাসার কিতাব বিভাগে ভর্তি করাতে চাইলে কল করুন 01997979727 নাম্বারে।

আমাদের মাদরাসা সম্পর্কে জানতে মাদরাসার ফেসবুক পেইজেও মেসেজ দিতে পারেন।

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *