নূরানী বিভাগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রথম ধাপ। এখানে তারা প্রাথমিক স্তরের মৌলিক বিষয় শেখা শুরু করে। নূরানী বিভাগে অত্যন্ত যত্নসহ
আরবি হরফের শুদ্ধ উচ্চারণ, কোরআন পাঠ, অর্থসহ চল্লিশ হাদিস, প্রয়োজনীয় মাসআলা ও দোয়া শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি, প্রতিটি শ্রেণিতে বাংলা, ইংরেজি ও গণিতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এমনভাবে পড়ানো হয়, যাতে শিক্ষার্থীরা দুনিয়া ও আখিরাতের কল্যাণময় জ্ঞান অর্জন করে এবং চারিত্রিক গুণাবলি ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে।
নূরানি বিভাগে মোট চারটি শ্রেণি রয়েছে: শিশু শ্রেণি, প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি ও তৃতীয় শ্রেণি।
শিশু শ্রেণি মূলত তাদের জন্য, যারা আগে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেনি। তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার অভ্যাস গড়ে তোলা ও মাদরাসার পরিবেশের সাথে মানিয়ে নিতে সহায়তা করাই শিশু শ্রেণির মূল লক্ষ্য।
শিশু শ্রেণি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন:
➡ শিশু শ্রেণির সিলেবাস ও ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য
প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য হল ইলম ও আমলের সমন্বয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলা। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সুবিন্যস্ত ডে-কেয়ার ব্যবস্থার মাধ্যমে পাঠদানের পাশাপাশি পড়া মুখস্থ করা ও শেখা নিশ্চিত করা হয়। পাশাপাশি, নামায, তিলাওয়াত, যিকিরসহ অন্যান্য আমলে অভ্যস্ত করাই নূরানী বিভাগের এই পর্যায়ের প্রধান লক্ষ্য।
আরো বিস্তারিত জানতে পড়ুন:
➡ প্রথম শ্রেণির পাঠ্যবিষয় ও বইয়ের তালিকা
➡ দ্বিতীয় শ্রেণির পাঠ্যবিষয় ও বইয়ের তালিকা
➡ তৃতীয় শ্রেণির পাঠ্যবিষয় ও বইয়ের তালিকা
যদি নূরানী বিভাগের কোনো শিক্ষার্থী কুরআনের হাফেজ হতে চায়, তবে তাকে নাযেরা বিভাগে ভর্তি করানো হবে। নাযেরা বিভাগে ভর্তির জন্য নূরানি বিভাগের তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়া বাধ্যতামূলক নয়; বরং নূরানি বিভাগেই কায়দা ও আমপারা সম্পূর্ণরূপে শেষ করলে যথেষ্ট। তবে অভিভাবক চাইলে শিক্ষার্থীকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ানোর পরেও নাযেরা বিভাগে ভর্তি করাতে পারেন। এতে নাযেরা বিভাগের সব বিষয় দক্ষতার সঙ্গে আয়ত্ত করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
যদি কোনো শিক্ষার্থী হাফেজ হতে না চায়, তবে সে কিতাব বিভাগের চতুর্থ শ্রেণিতে ভর্তি হতে পারে। কিতাব বিভাগের পড়াশোনা শেষ করলেই শিক্ষার্থী ‘আলেম’ (মাওলানা) হয়ে ওঠে।
আমাদের মাদরাসার নূরানী বিভাগে ভর্তি করাতে চাইলে কল করুন 01997979727 নাম্বারে।
আমাদের মাদরাসা সম্পর্কে জানতে মাদরাসার ফেসবুক পেইজেও মেসেজ দিতে পারেন।
Facebook Comments