- যদি আপনার সন্তান পূর্বে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করে থাকে,
তাহলে তাকে নূরাণী বিভাগের শিশু শ্রেণিতে ভর্তি করাতে পারেন।
- আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানাতে চান, তাহলে তাকে নূরাণী বিভাগে কায়দা পূর্ণরূপে শেষ করার পর নাযেরা বিভাগে ভর্তি করান। নাযেরা বিভাগে সে কমপক্ষে দশ বার কোরআন শরীফ খতম করার পরে হিফজ বিভাগে ভর্তি হতে পারবে।
- যদি আপনার সন্তান হাফেজ হয়ে থাকে এবং আপনি তাকে অত্র মাদরাসায় ভর্তি করতে চান, তাহলে তাকে কিতাব বিভাগের চতুর্থ শ্রেণিতে ভর্তি করাতে পারেন। যদি তার বয়স ১৩ বছর বা তার বেশি হয়, তবে বিশেষ বিবেচনায় মিজান জামাতে (ষষ্ঠ শ্রেণি) ভর্তি করানো যাবে।
- যদি আপনার সন্তান পূর্বে স্কুলে পড়াশোনা করে থাকে, তবে সে যে শ্রেণিতে পড়েছে, তার পরবর্তী শ্রেণিতে ভর্তি হবে। তবে একটি শর্ত হল, তার কোরআন তিলাওয়াত শুদ্ধ হতে হবে। যদি তার কোরআন তিলাওয়াত শুদ্ধ না থাকে, তাহলে তাকে নাযেরা বিভাগে ভর্তি করাবেন, যেন তার কোরআন তিলাওয়াত শুদ্ধ হয়ে যায়। অতঃপর তাকে স্কুলে পড়ে আসা শ্রেণির পরবর্তী শ্রেণিতে ভর্তি করাতে পারবেন।
আরও বিস্তারিত জানতে ইচ্ছুক হলে কল করুন 01997979727 নাম্বারে।
অথবা আমাদের মাদরাসার ফেসবুক পেইজেও মেসেজ দিতে পারেন।
Facebook Comments